Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০২৪

বাণিজ্য প্রতিবিধান বিভাগের উল্লেখযোগ্য কার্যাবলী

বিশ্ব বাণিজ্য সংস্হার বিভিন্ন বিধি-বিধানের আলোকে দেশীয়-শিল্পের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ সরকার অসম/অসাধু প্রতিযোগিতায় সম্মুখীন হয়ে ক্ষতিগ্রস্হ শিল্পের সুরক্ষায় কাস্টমস আইন, ১৯৬৯ এর আওতায় কতিপয় প্রতিবিধানমূলক বিধিমালা জারী করেছেন এবং বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে এ সকল বিধিমালার আওতায় ক্ষতি নিরুপন ও প্রতিবিধানের সুপারিশ প্রণয়নের  জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ নিয়োগ করেছে। এই সকল বিষয়ে সংশ্লিষ্ঠ সকলকে অবহিত করে সচেতনতা বৃদ্ধি করতঃ কাংখিত শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি তথা সার্বিক অর্থনৈতিক অগ্রগতি অর্জনের লক্ষ্যে লক্ষ্যে বাংলাদেশ ট্যারিফ কমিশন বিভিন্ন সেমিনার আয়োজন করে আসছে। এজন্য গত সাতবছরে সকল বিভাগীয় শহরে ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,রংপুর, খুলনা, সিলেট, বরিশাল) চেম্বার অব কমার্স এর সাথে মোট ৮ টি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা পর্যায়ে কুমিল্লা,খাগড়াছড়ি,নারায়ণগঞ্জ,নেত্রকোণা এ ৪ টি সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অধিকন্তু, বাণিজ্য প্রতিবিধান বিভাগ নিম্নোক্ত বিষয়াবলীতে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানে নিয়মিতভাবে মতামত ও ইনপুটস প্রদান করে আসছে:

১. মুক্ত/ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নেগোসিশয়নে ট্রেড রেমিডিজ (Trade Remedies) বিষয় সংক্রান্ত।

২. মুক্ত/ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নেগোসিশয়নে সাবসিডিজ (Subsidies) বিষয় সংক্রান্ত।

৩. মুক্ত/অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নেগোসিশয়নে SPS/TBT বিষয় সংক্রান্ত।

৪. মুক্ত/অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নেগোসিশয়নে বাই লেটারাল সেফগার্ড (Bi-Lateral Safeguard) সংক্রান্ত।

৫. মুক্ত/ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নেগোসিয়েশন ডিসপুট সেটলমেন্ট (Dispute settlement) সংক্রান্ত