ড. মইনুল খান, চেয়ারম্যান (সরকারের সচিব)
ড. মইনুল খান ২৮ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনে চেয়ারম্যান (সরকারের সচিব) হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি সদস্য (গ্রেড-১) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত ছিলেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ মহাপরিচালক, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর; মহাপরিচালক, ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা; কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিম; কমিশনার অব কাস্টমস, কাস্টমস ভ্যালুয়েশন এন্ড অডিট, ঢাকা এবং কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা, হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২৫ এপ্রিল ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (শুল্ক ও ভ্যাট) ১৩তম ব্যাচের সহকারী কালেক্টর হিসেবে যোগদান করেন। কর্মজীবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক থাকাকালীন দক্ষিণ আমেরিকা থেকে আগত চট্টগ্রাম বন্দরে ভোজ্যতেলের ড্রামের ভেতরে মিশ্রিত অবস্থায় আনা ১২০ কেজি কোকেন উদ্ধার, বিভিন্ন উপায়ে চোরাচালানকৃত ৫২ মণ স্বর্ণ আটক, মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৭০টি অবৈধ বিলাসবহুল গাড়ি জব্দসহ বিভিন্ন ধরনের চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধ অভিযানে নেতৃত্ব প্রদান করেন।
ড. মইনুল খান শিক্ষা ক্ষেত্রেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ২০১৪ সালে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া, তিনি ২০০৩ সালে জাপান এর গ্রিপস থেকে এমএ ইন পাবলিক ফাইন্যান্স এবং ২০০১ সালে অস্ট্রেলিয়ার ইউনির্ভাসিটি অব কুইন্সল্যান্ড হতে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে এমএসএস (প্রথম শ্রেণিতে প্রথম স্থান) এবং একই বিভাগ হতে ১৯৮৭ সালে বিএসএস (সম্মান) ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি ১৯৮৪ সালে ঢাকা কলেজ হতে এইচএসসি ও ১৯৮২ সালে মুলাদি এমজে হাই স্কুল, বরিশাল, হতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
নিজ পেশা ও শিক্ষার পাশাপাশি সৃজনশীল কাজে ড. খানের আগ্রহ রয়েছে। বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জার্নালে তাঁর একাধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। তাঁর এ পর্যন্ত পাঁচটি বই প্রকাশিত হয়েছে। তাছাড়া, নাট্যকার হিসেবে ড. খানের বিশেষ পরিচিতি রয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চোরাচালানের উপর নির্মিত ‘স্বর্ণমানব’ সিরিজসহ মোট ২২টি টেলিফিল্ম প্রচারিত হয়েছে। তিনি একজন বংশীবাদক।
ড. মইনুল খান ১৯৬৭ সালে বরিশাল জেলার মুলাদি থানার পাতারচর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।