Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মার্চ ২০২৪

আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ

আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ

বিভাগ প্রধানের পদবী : সদস্য

 

বর্তমান ক্রমবর্ধমান বাণিজ্য উদারিকরণ ও বিশ্বায়ণ প্রক্রিয়ার সাথে তাল মিলিয়ে কাজ করে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ  দ্বি-পাক্ষিক, আঞ্চলিক বাণিজ্য চুক্তি (SAPTA, SAFTA, BIMSTEC, APTA, D-8, TPS-OIC, GSTP) এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (GATT & Other issues; TRIPS, TRIMs, Dispute Settlement, Regional Integration, Trade Policy Review Mechanism (TPRM), ইত্যাদি)ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত অন্যান্য বিষয়াদি ( UNCTAD, UNDP, ITC, G-77) সম্পর্কিত কার্য সম্পাদন করে। উল্লিখিত বিষয়ে এ  বিভাগ সরকারকে প্রয়োজনীয় সুপারিশ, কৌশলপত্র, অবস্থানপত্র, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (Preferential Trading Arrangements (PTA) ও মুক্ত বাণিজ্য এলাকা চুক্তি (Free Trade Area Agreements (FTA) -এর সম্ভাবনা যাচাইপূর্বক সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন ও ইনপুটস্ সরবরাহ করে থাকে।

 

আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ এর প্রধান কাজগুলো হচ্ছে - 

 

১)    দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত বিষয়াদি;

২)    আঞ্চলিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত (SAPTA, SAFTA, BIMSTEC, APTA, D-8, TPS-OIC, GSTP) বিষয়াদি;

৩)    বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত বিষয়াদি: GATT & Other issues; TRIPS, TRIMs, Dispute Settlement, Regional Integration, Trade Policy Review Mechanism (TPRM), GATS ইত্যাদি ও

৪)    আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত অন্যান্য বিষয়াদি: UNCTAD, UNDP, ITC, G-77  ইত্যাদি

 

প্রধান প্রধান কাজসমূহ

সময়সীমা*

ফোকাল পয়েন্ট

 (ক) বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত তথ্য সরবরাহ;

০১ মাস

এম এস সুমাইয়া জাবীন,

উপপ্রধান 

(আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ)

ফোনঃ ৫৮৩১০৩২৭

(খ) মুক্ত বাণিজ্য চুক্তি/অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (FTA/PTA) বিষয়ে মতামত প্রদান;

০৬ মাস

(গ) দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বাণিজ্য নেগোসিয়েশনের ক্ষেত্রে কৌশলপত্র প্রণয়ন ও সরবরাহ;

০২ মাস

(ঘ) WTO সংক্রান্ত বিভিন্ন মতামত প্রদান;

০২ মাস

(ঙ) বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক স্বার্থ সংক্রান্ত ব্রীফ/ইনপুটস তৈরী ও সবরাহ;

০১ মাস

*আপেক্ষিক গুরুত্বের ভিত্তিতে নির্ধারিত সময়সীমায় ব্যাতিক্রম ঘটানো হয়।

আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ