Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মে ২০১৯

আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উল্লেখযোগ্য কার্যাবলী

নং

নাম

১।

পাকিস্তান ও মালয়েশিয়ার মধ্যে সম্পাদিত Closer Economic Partnership Agreement (CEPA)’র অনুরূপ একটি চুক্তি বাংলাদেশ-মালয়েশিয়ার সাথে সম্পাদন করা যৌক্তিক হবে কিনা সে বিষয়ে সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন।

২।

APTA চুক্তির আওতায় চীন ও দক্ষিণ কোরিয়ার জন্য অফার লিস্ট এবং লাও পিডিআর’র জন্য রিকোয়েষ্ট লিস্ট প্রণয়ণ।

৩।

APTA র আওতায় চীন, দক্ষিণ কোরিয়া, ভারত ও শ্রীলংকার নিকট বাংলাদেশের অনুরোধ তালিকা প্রণয়ন।

৪।

Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation Free Trade Area (BIMSTEC FTA) আওতায় বাংলাদেশের ট্যারিফ সিডিউল প্রণয়ন।

৫।

D-8, TPS-OIC এবং IOR-ARC ভুক্ত দেশসমূহে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও শুল্ক হ্রাস সংক্রান্ত বিভিন্ন মতামত প্রদান ।

৬।

ভারত সরকার ঘোষিত Duty Free Tariff Preference (DFTP) Scheme ’র আওতায় শুল্ক  সুবিধা গ্রহণের বিষয়ে মতামত প্রদান প্রসংগে।

৭।

SAFTA’র আওতায় সার্কভুক্ত দেশসমূহের জন্য বাংলাদেশের Request list, Offer list, Sensitive list সংক্রান্ত কাজ।

৮।

Sectoral Agreement on the APTA Rules of Origin এর বিষয়ে মতামত প্রণয়ন।

৯।

The Protocol on Preferential Tariff Scheme for TPS-OIC (PRETAS)-এর আওতায় অফার তালিকা অনুযায়ী শুল্ক ছাড় সম্পর্কিত প্রতিবেদন প্রণয়ন।

১০।

D-8 ভুক্ত দেশসমুহের জন্য বাংলাদেশের অফার তালিকা প্রণয়ন।

১১।

ইরান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (Trade Preferential Agreement) এর আওতায় বাংলাদেশের অনুরোধ ও অফার তালিকা প্রণয়ন।

১২।

বিভিন্ন দেশের সাথে দ্বি-পাক্ষিক মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) গঠনের Policy Guidelines নির্ধারণ।

১৩

নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের ট্রানজিট চালুর বিষয়ে খসড়া প্রতিবেদন প্রণয়ন।

১৪।

সাফটার আওতায় সেবাখাতের জন্য বাংলাদেশের অনুরোধ ও অফার তালিকা প্রণয়ন।

১৫।

ইউরোপীয় ইউনিয়নে জিএসপি রুলস অব অরিজিন-এর রিজিওনাল কিউমিউলেশন-এর অধীনে ভারতকে নোটিফাই করার বিষয়ে মতামত প্রণয়ন ।

১৬। 

এর বিভিন্ন চুক্তির আওতায় সাবসিডি সম্পর্কিত বাংলাদেশের রুলস্, এন্টি-ডাম্পিং অ্যাকশন, কাউন্টার-ভেইলিং অ্যাকশন ইত্যাদি সংক্রান্ত নোটিফিকেশন তৈরি।

১৭।

পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ যে সব প্যারা-ট্যারিফ ও নন-ট্যারিফ বাধার সম্মুখীন হয় সে বিষয়ে তথ্য সংগ্রহ পূর্বক প্রতিবেদন প্রণয়ন ।

১৮।

বাণিজ্য সংস্থার সচিবালয়ের উদ্যোগে বাংলাদেশের ৪র্থ ট্রেড পলিসি রিভিউ ২০১২ প্রণয়নের উদ্দেশ্যে ইনপুটস প্রদান।

১৯।

ইউরোপীয় ইউনিয়ন ও ASEAN (Association of Southeast Asian Nations) এর মধ্যে FTA স্বাক্ষরের ফলে বাংলাদেশের উপর কি প্রভাব পড়বে এ বিষয়ে প্রতিবেদন প্রণয়ন।   

২০।

ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনামের এর মধ্যে FTA স্বাক্ষরের ফলে বাংলাদেশের উপর কি প্রভাব পড়বে এ বিষয়ে প্রতিবেদন প্রণয়ন।    

২১।

মরিশাস, মিয়ানমার, জর্দান,ভূটান, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, চীন, কুয়েত, মেসিডনিয়া, GCC ও আফ্রিকার কয়েকটি দেশের সাথে বাংলাদেশের FTA / PTA গঠনের সম্ভাব্যতা যাচাইপূর্বক প্রতিবেদন প্রণয়ন।

২২।

বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তি নবায়ন বিষয়ে মতামত প্রদান প্রসঙ্গে।

২৩।

The Protocol on the Preferential Tariff Scheme for the TPS-OIC (PRETAS) এর আওতায় বাংলাদেশের Concession List (Offer List)  হালনাগাদকরন ।                  

২৪।

Transposition of SAFTA Sensitive list from HS 2007 to HS 2012

২৫।

ইউরোপিয়ন ইউনিয়ন ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি সম্পাদিত হলে এবং পাকিস্তানকে জিএসপি '+' সুবিধা দেয়াতে বাংলাদেশের তৈরি পোষাক রপ্তানিতে কোন প্রভাব পড়বে কিনা তা পরীক্ষা করে প্রতিবেদন প্রণয়ন।

২৬।

ইউরোপীয়ান ইউনিয়ন কর্তৃক জিএসপি স্কিম সংশোধনের কারণে বাংলাদেশের বাণিজ্যের উপর প্রভাব বিশ্লেষণ।

২৭।

কতিপয় অপ্রচলিত পণ্য রপ্তানির বিষয়ে সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন ।

২৮।

Problems and Prospects of IT and IT Enabled Services Outsourcing in Bangladesh শীর্ষক সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন ।