০৮ নভেম্বর ২০২২ সকাল ৯:০০ টা হতে বেলা ০৩:০০ টা পর্যন্ত বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সভাকক্ষে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে করণীয় সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সেবা শ্রেণিকরণের মাধ্যমে উদ্ভাবন কর্মপরিকল্পনা করলে সেবা সহজীকরণ সম্ভব। তিনি আরো বলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সেবা সহজীকরণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষণ কর্মসূচির রিসোর্স পারসন হিসেবে ছিলেন এটুআই এর মাস্টার ট্রেইনার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সকল কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহন করেন।