এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত লবণের যথাযথ মূল্য প্রাপ্তি, দেশিয় লবণ পরিশোধনকারী শিল্পসমূহের কাঁচামাল প্রাপ্তি, কাঁচামাল হিসেবে অপরিশোধিত/পরিশোধিত লবণ ব্যবহারকারী অন্যান্য শিল্পের স্বার্থ সংরক্ষণ, কথিত মিথ্যা ঘোষনায় সোডিয়াম ক্লোরাইড আমদানি এবং লবণ আমদানিতে বিদ্যমান শুল্কহার ও নীতিমালা পর্যালোচনা করে দেশীয় লবণ চাষ ও লবণ পরিশোধনকারী শিল্প সুরক্ষা প্রদানের নিমিত্ত বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনে আগামী ০১ মার্চ, ২০২০, রবিবার বেলা ১১.০০ ঘটিকায় কমিশনের সভা কক্ষে গণশুনানীর আয়োজন করা হয়েছে।
২। গণশুনানীতে লবণ চাষী, লবণ পরিশোধনকারী, উৎপাদনকারি, আমদানিকারক ও ব্যবহারকারীসহ আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।