Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২২

“শুল্ক সহায়তা সংক্রান্ত মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক” শীর্ষক সেমিনার আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-09-12

১২ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০:০০ টায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সভাকক্ষে “শুল্ক সহায়তা সংক্রান্ত মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। সেমিনারে সূচনা বক্তব্য রাখেন কমিশনের সদস্য শাহ আবু রায়হান আলবেরুনী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মো: মাহমুদুল হাসান, উপ-প্রধান (চ.দা.) বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। তিনি আরও বলেন, দেশিয় শিল্প-বাণিজ্য সম্প্রসারণের সুবিধার্থে বঙ্গবন্ধু সরকারের আমলে ট্যারিফ কমিশন প্রতিষ্ঠা করা হয় এবং শূল্ক সহায়তার মাধ্যমে দেশিয় শিল্প বিকাশে কমিশন বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। সেমিনারে বিভিন্ন শিল্প-বাণিজ্য সংগঠনের প্রতিনিধি, শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা অংশগ্রহন করেন।