গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ ট্যারিফ কমিশন
১ম ১২ তলা সরকারী অফিস ভবন
সেগুনবাগিচা, ঢাকা।
নং-২৬.০১.০০০০.০১২.২৬.০০৫.১৭-৬১ তারিখঃ ১৬ জানুয়ারি ২০১৮।
পুরাতন গাড়ি বিক্রয় বিজ্ঞপ্তি
বাংলাদেশ ট্যারিফ কমিশনের ০৩ (তিন) টি অকেজো যানবাহন "যেখানে যে অবস্থায় আছে" এবং উহার রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ "যে অবস্থায় যে পর্যন্ত নবায়ন আছে" ভিত্তিতে নিলামে বিক্রয়ের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক, আগ্রহী ক্রেতাদের নিকট থেকে সীলমোহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে। দরপত্র সিডিউলের মূল্য বাবদ ৫০০/- (পাঁচশত) টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশন, ১ম ১২তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা এর অনুকূলে জমা দিতে হবে। পুরাতন গাড়ি কমিশনের গ্যারেজ, ২য় ১২তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকার পূর্বপাশে অফিস চলাকালীন সময়ে পরিদর্শন করা যাবে। একত্রে ০৩ (তিন) টি নিলাম ক্রয়ের জন্য দরপত্র দাখিল করা যাবে। নিম্নরূপ তারিখ ও সময় অনুযায়ী সিডিউল ক্রয়, দাখিল করতে হবে। বিস্তারিত নিয়মাবলী সিডিউলে উল্লেখ থাকবে।
ক্রমিক নং |
অকেজো ঘোষিত গাড়ির টেন্ডারের বিবরণ |
সিডিউল বিক্রির শেষ তারিখ ও সময় |
সিডিউল দাখিলের তারিখ ও শেষ সময় |
দরপত্র সিডিউল বিক্রিকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা |
দরপত্র সিডিউল গ্রহণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা |
দরপত্র বাক্স খোলার তারিখ ও সময় |
১। |
প্রথম টেন্ডার
|
২১-০১-২০১৮
বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত |
২৩-০১-২০১৮
দুপুর ১২.০০ ঘটিকা |
বাংলাদেশ ট্যারিফ কমিশন ১ম ১২ তলা সরকারী অফিস ভবন সেগুনবাগিচা, ঢাকা। |
বাংলাদেশ ট্যারিফ কমিশন ১ম ১২ তলা সরকারী অফিস ভবন সেগুনবাগিচা, ঢাকা।
|
২৩-০১-২০১৮ দুপুর ১.০০ ঘটিকা |
২। |
২য় টেন্ডার (১ম টেন্ডার গৃহীত না হলে)
|
০৫-০২-২০১৮
বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত |
০৮-০২-২০১৮
দুপুর ১২.০০ ঘটিকা |
বাংলাদেশ ট্যারিফ কমিশন ১ম ১২ তলা সরকারী অফিস ভবন সেগুনবাগিচা, ঢাকা। |
বাংলাদেশ ট্যারিফ কমিশন ১ম ১২ তলা সরকারী অফিস ভবন সেগুনবাগিচা, ঢাকা।
|
০৮-০২-২০১৮ দুপুর ১.০০ ঘটিকা |
৩। |
৩য় টেন্ডার (২য় টেন্ডার গৃহীত না হলে) |
২২-০২-২০১৮
বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত |
২৬-০২-২০১৮
দুপুর ১২.০০ ঘটিকা |
বাংলাদেশ ট্যারিফ কমিশন ১ম ১২ তলা সরকারী অফিস ভবন সেগুনবাগিচা, ঢাকা। |
বাংলাদেশ ট্যারিফ কমিশন ১ম ১২ তলা সরকারী অফিস ভবন সেগুনবাগিচা, ঢাকা।
|
২৬-০২-২০১৮ দুপুর ১.০০ ঘটিকা |
বিঃ দ্রঃ প্রথম বা দ্বিতীয় বার কোন গাড়ির নিলাম গৃহীত হলে পরবর্তী তারিখে সংশ্লিষ্ট গাড়ির নিলাম ডাকের সুযোগ থাকবে না।
স্বাক্ষরিত/১৬-০১-২০১৮
(জালাল উদ্দিন আহম্মেদ)
সচিব (যুগ্মসচিব)
ফোন: ৯৩৩৫৯৩৩
e-mail: secretary@btc.gov.bd