Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৪

প্রশ্নমালা প্রণয়ন, ডাটা সংগ্রহ ও প্রসেসিং এবং রিপোর্ট রাইটিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচী


প্রকাশন তারিখ : 2014-11-13

আজ ১৩/১১/২০১৪ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩.০০ টায় বংলাদেশ ট্যারিফ কমিশনের সভাকক্ষে “প্রশ্নমালা প্রণয়ন, ডাটা সংগ্রহ, ডাটা প্রসেসিং ও রিপোর্ট রাইটিং” শীর্ষক ০৪(চার) দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীর সনদ বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ড. কামাল আবদুল নাসের চৌধুরী     প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। কমিশনের চেয়ারম্যান জনাব ড. মোঃ আজিজুর রহমান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, আধুনিক গবেষণার ক্ষেত্রে আঙ্গিক ও কৌশল নির্ধারণে ব্যাপক সংস্কার সূচিত হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে জ্ঞান ও অভিজ্ঞতার সময়োপযোগী নবায়ন ছাড়া তথ্য উপাত্তের উপযোগিতার অর্থবহ সুফল পাওয়া যায় না। বাণিজ্য সম্প্রসারণ ও শুল্কহার নির্ধারণের ক্ষেত্রে অগ্রণী ভূমিক পালনের জন্য এবং ট্যারিফ কমিশনের কাজে আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রশিক্ষণার্থী নবীন গবেষকদের উদ্যোগী হবার আহ্বান জানান।


অনুষ্ঠানের সভাপতি ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মোঃ আজিজুর রহমান প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছাসহ স্বকৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশের বাণিজ্য সম্প্রসারণ তথা সার্বিক উন্নয়নে নিবেদিত কর্মকর্তাগণ এ প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ ও কর্মক্ষম হবার সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।