২২ সেপ্টেম্বর ২০২২ সকাল ৯:০০ টা হতে বেলা ০৩:০০ টা পর্যন্ত বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সভাকক্ষে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে করণীয় সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনের মাধ্যমে সময়, খরচ ও ভোগান্তি কমিয়ে সেবা গ্রহীতার সেবা সহজতর করার জন্য গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, উদ্ভাবন কর্মপরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সেবা কার্যক্রম সহজীকরণ সম্ভব। প্রশিক্ষণ কর্মসূচির রিসোর্স পারসন হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: আব্দুল মালেক। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সকল কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহন করেন।