Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ নভেম্বর ২০১৬

জুলাই থেকে অক্টোবর ২০১৬ পর্যন্ত বাংলাদেশ ট্যারিফ কমিশনের উল্লেখযোগ্য অর্জনসমুহ।


প্রকাশন তারিখ : 2016-11-09

 জুলাই-অক্টোবর, ২০১৬ খ্রিঃ পর্যন্ত উল্লেখযোগ্য অর্জন

বাণিজ্য নীতি বিভাগ

 

  • কৃষি পণ্য নারিকেলের ছোবড়ার আঁশ ও এর পণ্য সমূহ রপ্তানি পর্যায়ে নগদ সহায়তা প্রদান বিষয়ে কমিশনের সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় এ প্রেরণ করা হয়েছে ।
  • টমেটো ক্যাচআপ এবং সস এর উপর ধার্যকৃত ট্যারিফ মূল্য প্রত্যাহার বিষয়ে কমিশনের সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড  এ প্রেরণ করা হয়েছে।
  • আমদানিকৃত এগ্রিগেট এর এইচ এস কোড ও ট্যারিফ নির্ধারণ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড  এ প্রেরণ করা হয়েছে।
  • তেলের পরিবেশক ও খুচরা মূল্য পুনঃ নির্ধারণ সংক্রান্ত প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয় এ প্রেরণ করা হয়েছে।
  • প্রয়োজনীয় পণ্য চিনির বাজার স্থিতিশীল রাখার জন্য অপরিশোধিত চিনি আমদানিতে প্রতি মে. টনে ২০০০/- টাকা স্পেসিফিক ডিউটি আরোপ বিষয়ে প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয় এ প্রেরণ করা হয়েছে।
  • অত্যাবশ্যকীয় পণ্য লবণের সরবরাহ ও বাজার পরিস্থিতির উপর প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয় এ প্রেরণ করা হয়েছে।
  • জাতীয় লবণনীতি ২০১৬ এর চূড়ান্ত খসড়ার উপর মতামত প্রতিবেদন শিল্প মন্ত্রণালয় এ প্রেরণ করা হয়েছে।
  • লবনের বাজারমূল্য সম্পর্কে তথ্য প্রদান বিষয়ে প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয় এ প্রেরণ করা হয়েছে। ভোজ্য তেলের উপর বাজার পরিস্হিতি এবং চিনির সরবরাহ ও বাজারমূল্য বিষয়ে প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয় এ প্রেরণ করা হয়েছে।

 

বাণিজ্য প্রতিবিধান বিভাগ

 

  •  এন্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং, সেইফগার্ড মেজার্স সংক্রান্ত কক্সবাজার ও ঢাকায় ২(দুই)টি কর্মশালা অনুষ্ঠিত হয় ।
  • নির্বাচিত খাতসমূহের বিস্তারিত প্রভাব মূল্যায়ন (Impact Analysis) বিষয়ে দুটি গবেষণা প্রস্তাবনা অনুমোদন।
  • বাংলাদেশ থেকে রপ্তানিকৃত হাইড্রোজেন পার অক্সাইড পার অক্সাইড এর উপর পাকিস্তান সরকার কর্তৃক এন্টি-ডাম্পিং ডিউটি আরোপ বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের পরামর্শ প্রদান এবং বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্বকরণ।
  • ভারত সরকার কর্তৃক বাংলাদেশ হতে রপ্তানিকৃত হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানির উপর এন্টি-ডাম্পিং ডিউটি আরোপের লক্ষ্যে তদন্ত কার্যক্রম বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের পরামর্শ প্রদান এবং বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্বকরণ।
  • ভারত সরকার কর্তৃক বাংলাদেশ হতে পাটপণ্য রপ্তানির উপর এন্টি-ডাম্পিং ডিউটি আরোপের লক্ষ্যে তদন্ত   কার্যক্রম বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের পরামর্শ প্রদান এবং বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্বকরণ।

 

আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ

 

  • বাংলাদেশ শ্রীলংকা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ২য় সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ শ্রীলংকা দ্বিপাক্ষিক FTA (Free Trade Agreement) সংক্রান্ত খসড়া Feasibility Study চূড়ান্তকরণ।
  • Duty-Free Quota-Free (DFQF) Market Access from Bangladesh বিষয়ে মতামত।
  • WTO Agreement on Import Licensing এর আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক ডাব্লিউটিও ইমপোর্ট লাইসেন্সিং কমিটিতে উত্থাপিত প্রশ্নের জবাব প্রদান
  • বাংলাদেশ-মিয়ানমার এর মধ্যে PTA (Preferential Trade Agreement) সম্পাদনের লক্ষ্যে মিয়ানমারের সেনসিটিভ লিস্টভুক্ত পণ্যসমূহের শুল্ক সুবিধা বিষয়ে তালিকা প্রণয়ন।
  • বাংলাদেশ-মিয়ানমার এর মধ্যে PTA (Preferential Trade Agreement) এর টেমপ্লেট প্রণয়ন।
  • বাংলাদেশ-মেক্সিকো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাবিত খসড়া বিষয়ে মতামত।
  • Indian Proposal to Sign Joint Interpretative Statement (JIS) এর বিষয়ে মতামত।
  • ইরানের চাবাহারে অনুষ্ঠিতব্য First IORA Free Trade Zone Authories Meeting এর Outcome Document ‘Chabahar Declaration’এর উপর মতামত।
  • Draft Agreement on Investment Promotion between Bangladesh and Ethiopia বিষয়ে মতামত।
  • মরিশাসের সাথে দ্বিপাক্ষিক পুঁজি-বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তির খসড়া বিষয়ে মতামত।

 

প্রশাসন বিভাগঃ

 

  1. জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী প্রশিক্ষণ ক্যালেন্ডার প্রণয়ন করে ইতোমধ্যে কমিশনের মোট ৭৭ (সাতাত্তর) জন কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  2. দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে ১ম শ্রেণীর ১৩ (তের) জন কর্মকর্তাকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
  3. ২০১৬-১৭ অর্থবছরে সময়াবদ্ধ কর্মপঞ্জী প্রণয়ন করা হয়েছে।