Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ সেপ্টেম্বর ২০২২

“চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের করণীয়” শীর্ষক কর্মশালা আয়োজন।


প্রকাশন তারিখ : 2022-09-06

০৬ সেপ্টেম্বর ২০২২ সকাল ৯:০০ টা হতে বেলা ০৩:০০ টা পর্যন্ত বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সভাকক্ষে “চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের করণীয়” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মাহফুজা আখতার। কমিশনের সকল স্তরের কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিগত শিল্প বিপ্লবের প্রেক্ষাপট ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। চতুর্থ শিল্প বিপ্লবের বিশেষত্ব বিবেচনায় রেখে কমিশনের করণীয় নির্ধারণ করার জন্য তিনি গুরুত্বারোপ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ টু আই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান হুমায়ূন কবীর। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের যুগ্মপ্রধান (চ.দা.) জনাব মো: মশিউল আলম এবং সিস্টেম এনালিস্ট জনাব মু. আকরাম হোসেন।