Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে সেমিনার


প্রকাশন তারিখ : 2018-02-25

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের যাবতীয় শর্তাবলী পূরণ করেছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক রেয়াতসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে আসছে যা উত্তরণ পরবর্তীতে অব্যাহত থাকবে না। এতে বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট খাতসমূহে ব্যাপক প্রভাব পড়বে বলে অনুমিত হয়। আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হওয়ার ফলে অর্থনীতির বিভিন্ন খাতসমূহে যেসব সমস্যা আসতে পারে তা মোকাবেলা করার জন্য এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

উত্তরণ পরবর্তী বাণিজ্য সংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণ এবং তা মোকাবেলায় কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ ট্যারিফ কমিশন একটি সমীক্ষা সম্পন্ন করেছে। সমীক্ষা প্রতিবেদনের ওপর আগামী ২৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের সভাকক্ষে একটি সেমিনার আয়োজন করা হয়েছে।