Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০১৯

স্থানীয়ভাবে উৎপাদিত বায়াক্সিয়ালি ওরিয়েনটেড পলি প্রোপাইলিন ফিল্ম (BOPP Film) কে সুরক্ষা প্রদানের আবেদনের ওপর গণশুনানি।


প্রকাশন তারিখ : 2019-03-20

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য BOPP Filmকে সুরক্ষা প্রদানের নিমিত্ত আমদানিকৃত বায়াক্সিয়ালি ওরিয়েনটেড পলি প্রোপাইলিন ফিল্ম (BOPP Film) এর শুল্কহার পুননির্ধারণ ও রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল হিসেবে বন্ড সুবিধায় আমদানিকৃত বায়াক্সিয়ালি ওরিয়েনটেড পলি প্রোপাইলিন ফিল্ম (BOPP Film) যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ট্যারিফ কমিশনে আগামী ৩১মার্চ, ২০১৯ বেলা ১১.০০ ঘটিকায় কমিশনের সভা কক্ষে গণশুনানীর আয়োজন করা হয়েছে।

 

২। গণশুনানীতে BOPP Film এর উৎপাদনকারি, আমদানিকারক ও ব্যবহারকারীসহ আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

(মোঃ মাহমুদুল হাসান)

সহকারী প্রধান

ফোন: +৮৮০-২-৯৩৩৫৯৩০