Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০১৭

গবেষণা কর্মকর্তা (আঃসঃ-৩)

১।       মুক্ত বাণিজ্য/অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সংক্রান্ত

(ক)     মালয়েশিয়া

 

২।       আঞ্চলিক চুক্তি

(ক)     এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (APTA)

 

৩।      দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত

 

১. মালয়েশিয়া

১৩. হাঙ্গেরি

২৫. অস্ট্রিয়া

৩৭. দক্ষিণ আফ্রিকা

২. ইটালি

১৪. পর্তুগাল

২৬. বেলারুশ

৩৮. ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া

৩. নেদারল্যান্ড

১৫.আয়ারল্যান্ড

২৭. সোয়াজিল্যান্ড

৩৯. বুলগেরিয়া

৪. ডেনমার্ক

১৬. ফিনল্যান্ড

২৮. স্পেন

৪০. যুক্তরাজ্য এবং নর্দান আইল্যান্ড

৫. মঙ্গোলিয়া

১৭. এস্তোনিয়া

২৯. লিচেনস্টেইন

৪১. ইথিওপিয়া

৬. নামিবিয়া

১৮. মালটা

৩০. ক্রোয়েশিয়া

৪২. রিপাবলিক অব কোরিয়া

৭. গ্রিস

১৯.সুইজারল্যান্ড

৩১. সৌদি আরব

৮. ফ্রান্স

২০. জার্মানি

৩২. লুক্সেমবার্গ

৯. পোল্যান্ড

২১. রোমানিয়া

৩৩. স্লোভাকিয়া

১০. সুইডেন

২২. সার্বিয়া

৩৪. স্লোভেনিয়া

১১. বাতসোয়ানা

২৩. লেসোথো

৩৫. বেলজিয়াম

১২. মোজাম্বিক

২৪. লাটভিয়া

৩৬. লিথুনিয়া

 

 

৪।       বিশ্ববাণিজ্য সংস্থা সংক্রান্ত

 

(ক)     জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেস (GATS): ফিন্যানসিয়াল সার্ভিসেস, কমিউনিকেশন সার্ভিসেস

(খ)      ট্রেড রিলিট্রেড ইনভেস্টমেন্ট মেজারস(TRIMs)

 

৫।       অন্যান্য বিষয়াদি

 

(ক)     ইউরাপিয়ান ইউনিয়ন-পাকিস্তান

(খ)      ইউরাপিয়ান ইউনিয়ন-ইন্ডিয়া

(গ)      ব্রেক্সিট(Brexit)

(ঘ)      ইউরাপিয়ান ইউনিয়ন জিএসপি

(ঙ)      সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস(SDGs)

(চ)      তৈরী পোষাক শিল্পের কমপ্লায়েন্স সংক্রান্ত

(ছ)      মাসিক সমন্বয় সভা, মাসিক প্রতিবেদন প্রণয়ন

 

৬। উপ-প্রধান (আস-৩)-এর তত্ত্বাবধানে দায়িত্ব পালন।

৭। গবেষণা কর্মকর্তা(আস-১)-এর ছুটিকালীন প্রতিভূ হিসেবে দায়িত্ব পালন;

৮। কমিশনের সমীক্ষা/গবেষণা কাজ সম্পাদন ও প্রতিবেদন প্রণয়ন;

৯। বিভিন্ন আইন, নীতি ও বিধিমালার উপর মতামত প্রদান;

১০। অন্যান্য অর্পিত দায়িত্ব।