Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০১৭

যুগ্ম-প্রধান (আঃসঃ-২)

১।    বাংলাদেশের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য ও বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্যে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রণয়নে অধীনস্থ উপ-প্রধান (আস-২)-কেনির্দেশনা ও পরামর্শ প্রদান;

২।    আন্তর্জাতিক বাণিজ্য ও বাণিজ্য চুক্তি সংক্রান্ত নেগোশিয়েশনে বাংলাদেশের অবস্থানপত্র প্রণয়নের ক্ষেত্রে  উপ-প্রধান (আস-২)-কেপরামর্শ ও নির্দেশনা প্রদান;

৩।    দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য ও বাণিজ্য চুক্তি সংক্রান্ত মতামত প্রণয়নে অধীনস্থ কর্মকর্তাগণকে নির্দেশনা ও পরামর্শ প্রদান;

৪।    আন্তর্জাতিকসহযোগিতাবিভাগেরবার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান ও বাস্তবায়ন তত্ত্বাবধান;

৫।    কমিশনের অন্যান্য বিভাগের সাথে সমন্বয় সাধনে সদস্য (আস)-কে সহায়তা প্রদান;

৬।    প্রয়োজনে সরকারের অন্যান্য মন্ত্রণালয়,বিভাগ/সংস্থার সাথে সমন্বয় সাধনে সদস্য (আস)-কে সহায়তা প্রদান;

৭।    সদস্য (আস)-কে অবহিত রেখে অধীনস্থ উপ-প্রধান (আস-২)-এর নৈমিত্তিক ছুটি মঞ্জুর;

৮।    বিশ্ববাণিজ্য সংস্থা এবং বাণিজ্য সংক্রান্ত নতুন বিষয়ে ধারণাপত্র ও প্রতিবেদন প্রণয়নে সার্বিক সহায়তা ও পরামর্শ প্রদান;

৯।    যুগ্ম-প্রধান (আস-১)-এর ছুটিকালীন প্রতিভূ হিসেবে দায়িত্ব পালন;

১০।   ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কার্য সম্পাদন।