Wellcome to National Portal
বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০১৭

বাণিজ্য নীতি বিভাগের উল্লেখযোগ্য কার্যাবলী

নং

নাম

১।

জাহাজ নির্মাণ খাতে রেয়াতী সুবিধা প্রদানের তালিকা থেকে ওয়েল্ডিং ইলেকট্রোড প্রত্যাহার পূর্বক ওয়েল্ডিং ইলেকট্রোড আমদানিতে পূর্বের ন্যায় ২৫% শুল্ক বহাল রাখা।

২।

বৈদ্যুতিক ট্রান্সফরমার (এইচ.এস.কোড ৮৫৪৪.১১.০০) এর সুপার এনামেল কপারওয়্যারের উপর নতুন এইচএসকোড সংযোজনপূর্বক এর উপর ১২% শুল্ক আরোপ; 

৩।

আমদানিকৃত পুরাতন/ব্যবহৃত মোটরযান (এইচ.এস.কোড ৮৭০৩.২২.২১) এর ক্ষেত্রে একই সিসি ও মডেলের নতুন গাড়ির মূল্য ও করভার এর চাইতে পুরাতন গাড়ির মূল্য এবং করভার হ্রাসকরণ।

৪।

আমদানিকৃত পুরাতন/ব্যবহৃত মোটরযান (এইচ.এস.কোড ৮৭০৩.২২.২১) এর ক্ষেত্রে পুরাতন গাড়ির আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ অবচয়ণ এর প্রস্তাব।

৫।

বোল্ডার স্টোন এর এইচএসকোড ২৫১৭.১০.০০ তে পুনবির্ন্যাস করার জন্য যে প্রজ্ঞাপন জারী করা হয়েছে তাতে বোল্ডার স্টোনকে স্থানান্তর না করে বিদ্যমান এইচএসকোড ২৫১৬.৯০.০০-এর আওতাভূক্তকরণ।

৬।

মেটালাইজড ইর্য়াণ এর ক্ষেত্রে পণ্যের বর্ণনায় এইচএসকোড পুনঃনির্ধারণ।

৭।

ভিসকস রেয়ন ফিলামেন্ট ইয়ার্ণ (এইচ.এস.কোড ৫৪০৩.৩১.০০)এর মূসক প্রত্যাহার।

৮।

ফাইবার অপটিক কেবল (এইচ.এস.কোড ৮৫৪৪.৭০.০০)-এর কাঁচামালের শুল্ক হ্রাস।

৯।

অটোমোবাইল টায়ার টিউব (এইচ.এস.কোড ৪০১১.২০.০০) এর ট্যারিফ ভ্যালু নির্ধারণ এবং শুল্কায়নের সময় সংখ্যার পরিবর্তে ‘ওজন এবং সংখ্যা’ উভয়েরই উল্লেখকরণ।

১০।

সম্পূর্ণায়িত পণ্য সালফার পাউডার, রিফাইন্ড সালফার রোলস ও রিফাইনড সালফার ফ্লেক্স (এইচ.এস.কোড ২৮০২.০০.০০) এর শুল্ক হার ৫% থেকে ১২% বৃদ্ধিকরণ।

১১।

অমসৃন ডায়মন্ড (এইচএসকোড ৭১০২.১০.০০), ইন্ডাষ্ট্রিয়েল ডায়মন্ড (এইচএসকোড ৭১০২.২১.০০) এবং নন-ইন্ডাষ্ট্রিয়েল ডায়মন্ড (এইচএসকোড ৭১০২.৩১.০০) এর শুল্ক হার ০%, নিয়ন্ত্রণমূলক শুল্ক ০%, সম্পূরক শুল্ক ০% মূসক ০% এআইটি ৫% সহ মোট শুল্ক ৫% নির্ধারণ।

১২।

কাঁচাফুল (এইচএসকোড ০৬০৩.১৯.০০) এর আমদানি শুল্ক ১২% থেকে বৃদ্ধি করে ২৫% এবং ৫% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ।

১৩।

সম্পূর্ণ তৈরী মিনিবাসের (এইচএসকোড ৮৭০২.১০.৩০) উপর আরোপিত শুল্ক হার ১২% থেকে ২৫% এ বৃদ্ধি এবং চেসিসের (এইচএসকোড ৮৭০৬.০০.২৯) উপর আরোপিত শুল্ক হার ২৫% থেকে ১২% এ হ্রাসকরণ।

১৪।

ডেইরি শিল্পের স্বয়ংসম্পূর্ণতা আনয়নের লক্ষ্যে এ শিল্পের উপকরণ যেমন-কুলিং ট্যাংক (এইচএস কোড ৮৪৭৯.৮৯.০০), মিল্কিং মেশিন (এইচএস কোড ৮৪৩৪.১০.০০), মিল্ক ট্যাংকার (এইচএস কোড ৮৭০৪.২২.১১) এবং ডেইরি মেশিনারীজ (এইচএস কোড ৮৪৩৪.২০.০০) এর উপর আরেপিত এআইটি প্রত্যাহার।

১৫।

খসড়া ‘জাতীয় লবন নীতি ২০০৯-২০১৪’ এর উপর মতামত প্রণয়ন।

১৬।

জাতীয় রপ্তানী নীতি ২০০৯-২০১২ এর পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের বিষয়ে মতামত প্রেরণ।

১৭।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৫ এর বাংলা এবং ইংরেজী সংস্করণে অন্তর্ভূক্তির জন্য ২০০৯-১০,২০১০-১১, ২০১১-১২,২০১২-১৩,  ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরের তথ্য/উপাত্ত হালনাগাদপূর্বক প্রেরণ।

১৮।

মাল্টি লেভেল মার্কেটিং এর উপর প্রতিবেদন প্রণয়ন পূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ।

১৯।

‘শিল্প নীতি-২০০৯’ প্রণয়নের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের নিকট মতামত প্রদান।

২০।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রস্তাবিত ‘টেক্সটাইল এন্ড এপারেল বোর্ড আইন-২০১০’-এর খসড়ার উপর মতামত প্রণয়ন পূর্বক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিকট প্রেরণ।

২১।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের প্রতিষ্ঠানসমূহকে এস.এম.ই ফাউন্ডেশনে তালিকাভূক্তিকরণের উপর মতামত প্রেরণ।

২২।

ঔষধ শিল্পের উপর TRIPs Agreement এ প্রদত্ত ছাড়পত্রসমূহের মেয়াদ ২০১৬ সালের পর বৃদ্ধি সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন।

২৩।

রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহের উপর পলিসি পেপার প্রণয়নের নিমিত্ত তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণ।

২৪।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-২০১২, ২০১২-১৩, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রণয়নের নিমিত্ত তথ্য/উপাত্ত প্রেরণ।

২৫।

Natural Flower-এর উপর সমীক্ষা প্রতিবেদন চূড়ান্তকরণ।

২৬।

পাট ও পাটজাত সম্পর্কিত সমীক্ষা প্রতিবেদন চূড়ান্তকরণ।

২৭।

এন্টিবায়োটিক ঔষধ তৈরীর কাঁচামাল ‘ইরোথ্রোমাইসিন ইথাইল সাকসিনেট ও ইরোথ্রোমাইসিন স্টিয়ারেট (এইচএসকোড ২৯৪১৫০১০)’ এবং ‘এজিথ্রোমাইসিন (এইচএসকোড ২৯৪১৯০১০)’ আমদানিতে আরোপিত শুল্ক হার ৫% থেকে বৃদ্ধি করে ১০% নির্ধারণ।

২৮।

সিমেন্ট ক্লিংকার (এইচএসকোড ২৫২৩.১০.২০) এর আমদানি শুল্ক প্রতি মে. টন টাকা ৫০০/- থেকে হ্রাস করে ২০০/- নির্ধারণ।

২৯।

কাঁচা চামড়ার (এইচএসকোড হেডিং নং ৪১.০১, ৪১.০২ এবং ৪১.০৩ এর অধীন) উপর আরোপিত শুল্ক হার হ্রাসকরণ।

৩০।

হোমিওপ্যাথিক ঔষধের কাঁচামাল প্লাষ্টিক ক্যাপ এন্ড ড্রপার ওয়াসার (এইচএসকোড ৩৯২৩.৫০.০০) এরং সীলার লাইনার (এইচএসকোড ৭৬০৭.২০.১০) উপর আরোপিত সম্পুরক শুল্ক হার হ্রাসকরণ।

৩১।

আমদানিকৃত টিউব লাইটের (এইচএসকোড ৮৫৩৯.৩১.৯০) প্রতি পিস ৪৪ টাকা হারে ট্যারিফ ভ্যালু নির্ধারণ ও উৎপাদন পর্যায়ে প্রতি পিস টিউব লাইট উৎপাদনের জন্য মূসক আদায়ের নিমিত্ত ট্যারিফ মূল্য ৩০ টাকা নির্ধারণএ

৩২।

ডিশ এন্টেনা ক্যাবল (এইচএসকোড ৮৫৪৪.২০.০০) এর আমদানির উপর সম্পূরক শুল্ক ১৫% থেকে বৃদিধ করে ৩০% করা।

৩৩।

সম্পূর্ণায়িত ফাইবার অপটিক ক্যাবলের (এইচএসকোড ৮৫৪৪.৭০.০০) শুল্ক ৫% থেকে বৃদ্ধি করে ১০% করা।

৩৪।

লোজিআই ও চালের খুদ রপ্তানির বিষয়ে মতামত প্রদান।

৩৫।

রপ্তানিতব্য পণ্য উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত কাঁচামালের জন্য বৈদেশিক মুদ্রায় প্রয়োজনীয় ঋণ প্রাপ্তির নিমিত্ত মূল্য সংযোজনের হার ও নির্ণায়ক নির্ধারণ সম্পর্কিত প্রতিবেদন।

৩৬।

সালফার ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ।

৩৭।

সুপারি আমদানি মূল্য অপেক্ষা রপ্তানি মূল্য কম হওয়ার কারণ সম্পর্কে তদন্ত প্রতিবেদন প্রেরণ।

৩৮।

সুপারি আমদানির অনুমতি প্রদানের উপর মতামত প্রেরণ।

৩৯।

আমদানিকৃত সুপারি রপ্তানির ক্ষেত্রে ভ্যালু এডিশনের প্রকৃত পরিমাণ এবং ইপিজেড বহির্ভুত এলাকায় সুপারি রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার/বলবৎ রাখার বিষয় পর্যালোচনাপূর্বক প্রতিবেদন প্রেরণ।

৪০।

অপ্রচলিত গরু মহিষের নাড়ি ভুঁড়ি, শিং, রগ ইত্যাদি রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা ৫% থেকে বাড়িয়ে ১৫% করা।

৪১।

মূলধনী যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহৃত উপকরণের শুল্ক হ্রাস এবং মূসক অব্যাহতি প্রদান।

৪২।

রাইস ব্রান থেকে ভোজ্য তেল উৎপাদনের বিষয়ে (প্রসপেক্টস অব রাইস ব্রান ওয়েল) একটি ষ্টাডি ও মতামত প্রেরণ।

৪৩।

বাংলাদেশে রাসায়নিক শিল্পের সম্ভাবনা ও ভবিষ্যত বিষয়ক একটি ষ্টাডি ও মতামত প্রেরণ।

৪৪।

বাংলাদেশে মিনারেল ওয়াটার শিল্পের সম্ভাবনা ও ভবিষ্যত বিষয়ক একটি ষ্টাডি ও মতামত প্রেরণ।

৪৫।

পরিশোধিত লবণ ও ভোজ্য লবণসহ অন্যান্য লবণের উপর সমীক্ষা প্রতিবেদন।

৪৬।

আন্তর্জাতিক বাজারে গুড়ো দুধের মূল্য-হ্রাস ও দেশীয় বাজারে এর প্রভাব সম্পর্কিত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রেরণ।

৪৭।

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের জন্য ‘বাংলাদেশ চিনি (রাস্তাঘাট উন্নয়ন উপকর) আইন-২০১৫’ এর খসড়ার উপর মতামত প্রদান সংক্রান্ত।

৪৮।

ভোজ্য তেলের উপর সমীক্ষা প্রতিবেদন সম্পাদন এবং প্রেরণ।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon